ঘুষ ছাড়া চাকুরীর দাবিতে যুব ইউনিয়নের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ২:৫৬ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
ঘুষ ছাড়া চাকুরীর দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের চৌমোহনায় চত্বরে সংগঠনটি মানববন্ধন কর্মসূচী পালন করে।
যুব ইউনিয়ন জেলা সংসদের সভাপতি এ্যাড. মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক প্রীতম দত্ত সজীব, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু।
এসময় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য ঘুষ ছাড়া চাকুরীর দাবি জানান।