কমলগঞ্জে ছয়ঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে ফাটল
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ১২:৩৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ৩টি কক্ষের ছাদে ফাটল দেখা দিয়েছে। ফলে ঝুঁকির মধ্যেই কোমলমতি শিশুরা পড়ালেখা করছেন। প্রায়ই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।
ছয়ঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজির বক্স জানান, বিদ্যালয়ে ৪ কক্ষ বিশিষ্ট একটি ভবন রয়েছে। এর ১টিতে অফিস কক্ষ। বাকি ৩টি কক্ষে শিক্ষার্থীদের স্থান সংকুলান হয় না। তার ওপর ভবনের ৩টি কক্ষের বেশ কয়েক জায়গায় ফাটল সৃষ্টি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সব সময় আতঙ্ক বিরাজ করে। ঝুঁকি মাথায় রেখেই ক্লাস নিতে হচ্ছে।
এছাড়া ইতিমধ্যে বেশ কয়েকবার প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় বিদ্যালয়ে ভবন নির্মাণের দাবি জানানো হলেও কোন কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টা করছেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেও কোনো সুফল পাওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী বলেন, ছয়ঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সমস্যাটি গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লি¬ষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে ভবন সংস্কার ও পূণ:নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করি খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।