দেশের একুশতম মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ৬:০৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দেশের একুশতম মন্ত্রী পরিষদ সচিব পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিউল আলম। বর্তমানে তিনি ভূমি সচিবের দায়িত্ব পালন করছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে। আগামী ৩১ অক্টোবরের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন।
শফিউল আলম রাজশাহী বিভাগীয় কমিশনার, মাগুরা ও ময়মনসিংহের জেলা প্রশাসক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ভূমি আপীল বোর্ড এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা শফিউল আলম ১৪ ডিসেম্বর ১৯৫৯ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন।
১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে ¯œাতকোত্তর এবং যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি।
বর্তমান সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইঞা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। এরপর তিনি বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে যোগ দেবেন।
২০১১ সাল থেকে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইঞা।