মৌলভীবাজার কৃষি ব্যাংকে ভল্ট ভেঙ্গে ৬ লক্ষ ২৬ হাজার টাকা চুরি : তিন নিরাপত্তাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৫:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকার শমসেরনগর সড়কস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের মৌলভীবাজার শাখা থেকে ভল্ট ভেঙ্গে ৬ লক্ষ ২৬ হাজার টাকা চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় পুলিশ ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম পূর্বদিককে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ব্যাংকের প্রহরীর কাছ থেকে খবর পেয়ে ব্যাংকে গিয়ে দেখতে পান ব্যাংকের পেছনের জানালার গ্রীল ভাঙ্গা। এ সময় তিনি ভল্ট রুমের কেচি গেইটের তালা ও ভল্টের তালা ভাঙ্গা দেখতে পান। তিনি জানান, ভল্ট থেকে নগদ ৬ লক্ষ ২৬ হাজার টাকা চুরি হয়েছে।
পরে ব্যাংক ম্যানেজার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির আলামত সংগ্রহ করে।
এ ঘটনার পর মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল ও ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মুজাহিদুল ইসলাম, শফিক মিয়া ও মনসুর আহমদ নামে ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক পূর্বদিককে জানান, চুরির সময় আটককৃত তিনজনের কেউই ব্যাংকে উপস্থিত ছিলো না। এদের মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষ-নিরিক্ষা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কেউ এই চুরির সাথে জড়িত রয়েছে।