রাজনগরে মাথিউড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
জেলার রাজনগর উপজেলার মাথিউরা চা বাগানে শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। চুক্তি অনুযায়ী দৈনিক মজুরী ও উৎসব ভাতা না পাওয়ায় সোমবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে শ্রমিকরা। পরে বাগানের সহকারী ব্যবস্থাপক প্রাপ্য মজুরী দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেয়।
জানা যায়, বাংলাদেশীয় চা সংসদ (বিটিএ) এবং চা শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে শ্রমিকদের দৈনিক মজুরি ৬৯ টাকার পরিবর্তে ৮৫ টাকা ধার্য করা হয়েছে। সেই হিসাবে মালিক পক্ষের কাছে চলতি মাস পর্যন্ত তাদের প্রত্যেকের ১৫০০ টাকা পাওনা হয়েছে। এছাড়াও চুক্তি অনুযায়ী দুর্গাপূজায় শ্রমিকদের উৎসব ভাতার ৫০ শতাংশ ১৩৬০ টাকা দেওয়ার কথা। উপজেলার অন্যান্য বাগানের শ্রমিকরা পূজার আগে বকেয়া মজুরিসহ উৎসব ভাতা পেলেও মাথিউরা চা বাগানের ৬১৮ জন শ্রমিক তাদের পাওনা বুঝে পায়নি।
এনিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল থেকে সহকারী বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করে। পরে সহকারী বাগান ব্যবস্থাপক বিশ্বজিৎ পুরকায়স্থ মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেয়।
বাগানের নিয়মিত শ্রমিক তানিয়া রবি দাশ (৪০) বলেন, কাল থেকে দুর্গাপূজা শুরু হলেও আমরা এখনো বকেয়া মজুরী ও উৎসব ভাতা পাইনি। তাই এখন ছেলে মেয়েদের পূজার নুতন জামা কিনে দিতে পারিনি।
বাগান পঞ্চায়েত সভাপতি সুগ্রীম গৌড় বলেন, চুক্তি অনুযায়ী শ্রমিকদের সুবিধাদি অন্যান্য বাগানের শ্রমিকরা পেলেও মাথিউরা চা বাগানের শ্রমিকরা পায়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা কর্মবিরতি পালন করেছে।
বাগানের সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ পুরকায়স্থ বলেন, ম্যানেজার স্যারের সাথে বাগান মালিকের কথা হয়েছে। মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরিসহ ভাতা দেয়া হবে বলে তিনি আমাকে জানান। এরই প্রেক্ষিতে আমি মঙ্গলবারের মধ্যে মজুরী প্রদানের আশ্বাস দিয়েছি।