শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫, ১১:০৫ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আবু শাহজাহান এর সভাপতিত্বে ও শিক্ষক সালাত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামাদ মিয়া, স্কুল পরিদর্শক সালাহ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল মতিন খান, কৃতি শিক্ষার্থী শিরিন আক্তার শিলা, শিক্ষক আশরাফুল আলম শিপন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল আজিজ, জামাল উদ্দিন আহমদ, ইউপি সদস্য নোমান আহমদ প্রমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।