কুলাউড়ায় সৈয়দ মহসীন আলী স্মরণে শোকসভা
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
সমাজকল্যাণমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ মহসীন আলী স্মরণে শনিবার দুপুরে কুলাউড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলাবাসীর আয়োজনে স্থানীয় জনমিলন কেন্দ্রে শোকসভায় বক্তব্য রাখেন মরহুম সৈয়দ মহসীন আলীর সুযোগ্য কন্যা সাংবাদিক সৈয়দা সানজিদা শারমিন।
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এড. সৈয়দ কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. স. ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক এম গিয়াস উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ সিতাব চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মো. ইকবাল চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান ফজলুর রহমান ফজলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ফুজায়েল আহমদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মিঠু, মুহিবুল ইসলাম আজাদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়চন্ডী ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ কে এম শাহজালাল, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোস্তফা মো. আব্দুল মালিক, অর্থ সম্পাদক টিলাগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মালিক, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুয়াজ্জিম হোসেন চৌধুরী রিপন, ইউসুফ গণি আদর্শ কলেজের প্রভাষক মমদুদ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, ব্রাহ্মণবাজার ইউপির সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া, পৌর যুবলীগের আহবায়ক শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মতলিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা তাজ খাঁনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কুলাউড়া কোর্ট মসজিদের খতিব মাও. আহসান উদ্দিন সাহেব।