সুধী সমাবেশ ও মতবিনিময় সভায়
পুলিশ ও জনগণের মাঝে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে পারে কমিউনিটি পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫, ৬:০৯ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
পুলিশ ও জনগণের মাঝে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে পারে কমিউনিটি পুলিশ। পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেলে অপরাধ কমে আসবে। কমিউনিটি পুলিশিং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে ভালো ভূমিকা রাখতে পারে। তবে কমিউনিটি পুলিশ সদস্য নির্বাচনের ক্ষেত্রে অপরাধের সাথে সম্পৃক্ত নয় এমন লোকদেরকেই নির্বাচন করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার মডেল থানা কমিউনিটি পুলিশিং সমম্বয় কমিটির মত বিনিময় সভায় বক্তারা এসব কথাগুলো বলেন।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মডেল থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মসুদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জেরর ডিআইজি মো: মিজানুর রহমান পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম সালাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জাতীয় পার্টি জেলা কমিটির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ফজলুল আলী, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাধাপদ দেব সজল, সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রুমেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি মো. জাহিদুল ইসলাম, এডিশনাল এসপি (ডিএসবি) মো.খাইরুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব ফজলুর রহমানসহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মিজানুর রহমান পিপিএম বলেন, আইনশৃঙ্খলার যদি উন্নতি না হয় তাহলে উন্নয়ন হবে না। আমাদের সদস্য সংখ্যা ১ লক্ষ ৬০ হাজারের উপরে। এই ১৬ কোটির দেশে মাত্র দেড় লক্ষ পুলিশ দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ করা একটি বিশাল কষ্টসাধ্য কাজ। কিন্তু সম্ভব হয়েছে কাদের জন্য জনগণের জন্য। এদেশের জনগণ পুলিশ বাহিনীকে সহায়তা করে। আজকের সমাবেশ সেই উদ্দেশ্যেই।
তিনি বলেন, আপনারা জানেন যে কমিউনিটি পুলিশের শ্লোগান আছে “জনতাই পুলিশ, পুলিশই জনতা’। বর্তমানে কমিউনিটির বিভিন্ন নেতারা আছেন, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন স্টেক হোল্ডার আছেন। তাদের সমন্বয়ে আজকের সমাবেশ। এখানে স্কুলের ছাত্র-ছাত্রীরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, সমাজের পরিচিত লোক আছেন এবং আমরা পুলিশ বাহিনীর সদস্য আছি।
ডিআইজি মো. মিজানুর রহমান আরও বলেন, ‘পুলিশ জনগণের সেবক হতে চায়। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষায় মাদকমুক্ত মৌলভীবাজার গড়তে জনগণের সহযোগিতা প্রয়োজন। কমিউনিটি পুলিশের মাধ্যমে সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত করা হবে। মৌলভীবাজারে প্রয়োজনীয় জমি পাওয়া গেলে পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে বলেও তিনি জানান।
সন্ধ্যার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#