মানবতা বিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারে গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ৪:৪৭ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট:
মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজনগর থানা পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার ওয়ারেন্টভুক্ত দুই রাজাকারকে গ্রেফতার করেছে।
তারা হলেন, রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের মৃত আব্দুন নুর চৌধুরীর ছেলে উজের আহমদ চৌধুরী (৬০) ও একই ইউনিয়নের সোনাটিকি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মৌলভী ইউনুছ আহমদ (৭০)।
উজেরকে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকা থেকে এবং ইউনুছকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামছুদ্দোহা রাত ৯টায় পূর্বদিককে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ্যাক্ট এর ৩ ধারা এবং ট্রাইব্যুনালের ১৪/১৫ নম্বর মামলা অনুযায়ী মঙ্গলবার দুপুরে গ্রেফতারি পরোয়ানা এসে পৌঁছায় রাজনগর থানায়।
এরই প্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজের আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে মৌলভীবাজার সরকারি কলেজের বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে দু’জন রাজনগর থানা হেফাজতে আছে। যথাসময়ে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে ওসি জানান।
এদিকে রাজনগরের টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান পূর্বদিককে জানান, এই অপরাধে অপরাধীরা অবশ্যই সাজা পাওয়ার যোগ্য। তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, মৌলভীবাজার জেলায় চিহ্নিত রাজাকারদের অবিলম্বে গ্রেফতার করে এদের বিচার করার দাবি জানান। #