মৌলভীবাজারে জাতীয় তামাকমুক্ত দিবস পালন উপলক্ষে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ১০:০২ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই এই দাবি নিয়ে মৌলভীবাজার শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সোসিও ইকনোমিক ডেভেলাপমেন্ট এলায়েন্স (সিডা) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর যৌথ উদ্যোগে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে মো. শামছুজ্জামান আহমদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রণধীর রায়, আব্দুল বারী প্রমুখ ।