তিন দিনের ভারত সফরে ফুটবল যাদুকর পেলে
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ১২:৪২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক:
ফুটবলের যাদুকর, কালো মানিক বলে খ্যাত জীবন্ত কিংবদন্তী পেলে ৩দিনের সফরে ভারতে এসেছেন। রোববার তিনি ভারতে আসেন। তবে তিনি খেলতে আসেন নি। এসেছেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে কোলকাতার মোহনবাগান ফুটবল দলকে নিজ হাতে সংবর্ধনা দিতে এবং আরও কিছু অনুষ্ঠানে যোগ দিতে।
তিনি যেসব স্থানে যাবেন সেসব স্থানে পূর্বে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার সকালে কোলকাতা বিমান বন্দরে ভক্ত অনুরাগীদের উষ্ণ ভালবাসা শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কোলকাতায় পা রাখেন তিনি। এখানে তাকে স্বাগত জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপর তাজ বেঙ্গল হোটেলে বিশ্রামে যান তিনি।
সোমবার বেলা সাড়ে ১১টায় তাজ বেঙ্গল হোটেলে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৫টায় সাক্ষাৎ করবেন এনএসএইচএম এর টালিগঞ্জ ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে। সেখান থেকে ইডেন হয়ে নেতাজী ইনডোর স্টেডিয়ামে যাবেন এবং ১৯৭৭ সালের মোহনবাগান দলকে সংবর্ধনা দেবেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তী। রাত ৯টায় ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে চেতলার অগ্রণী সংঘের পূজা উদ্বোধনে যাবেন পেলে।
মঙ্গলবার সকালে হোটেল নভোটেলে ইন্ডিয়ান সুপার লীগে (আইসিএল) সৌরভ গাঙ্গুলীর দল অ্যাতলেটিকো ডি কোলকাতার ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎকার করবেন তিনি। সন্ধ্যায় যুব ভারতীতে বসে আইসিএল এর ম্যাচও দেখবেন ফুটবল দ্য গ্রেট।
সত্তরের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ১৯৭৭ সালে একবার ভারত ঘুরে গিয়েছিলেন।