কবি দিলওয়ারের মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ৬:০০ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
নিবেদিত কবিতা পাঠ, আলোচনা ও গানের মাধ্যমে গণ মানুষের কবি দিলওয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে। প্রগতি লেখক সংঘের আয়োজনে শনিবার বিকেলে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবির স্মরণে ‘নিবেদিত সাহিত্য আসর’ অনুষ্ঠিত হয়।
কবি জাহাঙ্গীর জয়েসের সভাপতিত্বে ও কবি জাবেদ ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মো: শাহজাহান। কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন, কবির ঘনিষ্টজন লেখক ও প্রাবন্ধিক মাহফুজুর রহমান। আলোচনায় অংশ নেন, ছড়াকার আবদুল হামিদ মাহবুব, গবেষক দীপঙ্কর মোহান্ত, শিক্ষক শক্তিপদ পাল, শুভাময় রায়, আহমদ আফরোজ। নিবেদিত কবিতা পাঠ করেন, ছড়াকার আবু সাঈদ রুপিয়ান, আব্দুল হাফিজ চৌধুরী ইমু, কবি সাকী সায়ন্ত, দীপঙ্কর দীপু।
পরে অধির রঞ্জন ও সুসেন চন্দ্র দাশ বৈষ্ণব গান পরিবেশন করেন।
বাংলা সাহিত্যের শক্তিমান এই কবি ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।