পূর্বদিক সংবাদ পরিবেশনার মাধ্যমে এ জেলাকে সঠিক দিক নির্দেশনা দেবে- জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ১০:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকায় মৌলভীবাজার জেলার সারা সপ্তাহের সব খবর পাওয়া যায়। প্রতিটি সকাল যেমন হয় পূর্বদিকের সূর্য উদয়ের মাধ্যমে। তেমনি পূর্বদিকও সংবাদ পরিবেশন করে এজেলাকে সঠিক দিক নির্দেশনা দেবে। জেলা সদরে আরও ৪/৫টি পত্রিকা হলে ভালো হয়। আর এবিষয়ে যতটুকু সহযোগিতার প্রয়োজন হয় তা করা হবে।
প্রত্যেক মানুষেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার। আর এই মত প্রকাশের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে প্রিন্ট মিডিয়া। বস্তুনিষ্টতা না থাকলে পাঠকের অনাগ্রহ কাজ করে পত্রিকার প্রতি। তাই বস্তনিষ্ট সংবাদ পরিবেশন খুবই জরুরী।
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামরুল হাসান একথাগুলো বলেন। জেলা শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক সালাহউদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, সাপ্তাহিক পাতাকুড়ির দেশ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাব সম্পাদক এস এম উমেদ আলী, ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি কে এম আবু তাহের, যুগান্তর প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী, এস এ টিভি প্রতিনিধি পান্না দত্ত, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, মানবজমিন প্রতিনিধি মাসুদ আহম, দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহি কুটি, যমুনা টিভি প্রতিনিধি আফরোজ আহমদ, এই সময় ও ঢাকা টাইমসের স্টার রিপোর্টার আব্দুল বাছিত বাচ্চু, সিলেটের ডাক প্রতিনিধি হুসেইন আহমদ, আলী হোসেন রাজন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পূর্বদিক পত্রিকায় প্রচার উপযোগী সংবাদ তুলে ধরা হয়। এছাড়া সংবাদ মাধ্যম সকলের নিরাপত্তা ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে। এসবই পূর্বদিক পত্রিকায় পাওয়া যায়। ঝকঝকে ছাপা, বস্তনিষ্ট ও তথ্যবহুল সংবাদ প্রকাশ করে পত্রিকাটি ইতিমধ্যে সারা জেলায় নিজস্ব অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন শিহাব বলেন, পত্রিকাটি ইতিমধ্যে পাঠকের সুনাম কুঁড়িয়েছে। আরও সময়োপযোগী ও পাঠকপ্রিয় করে গড়ে তুলতে ইতিমধ্যে নিজস্ব ছাপাখানার ব্যবস্থাসহ পত্রিকার অনলাইন সংষ্করণ সমৃদ্ধ করা হচ্ছে। প্রিন্ট কপি পাওয়ার পূর্বে অনলাইন পত্রিকাতে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদসহ অনেক সংবাদ তুলে ধরা হচ্ছে। পত্রিকাটি ভবিষ্যতে দৈনিকে রূপান্তরিত করতে চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সকলকে শুভেচ্ছা জানান।
আলোচনা সভার পর আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এর আগে বর্ষপূর্তির কেক কাটা হয়। সভাশেষে মোনাজাত করেন মুফতি মাওলানা রুহুল আমিন।