শ্রমিক নেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ১২:৩১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, প্রখ্যাত চা-শ্রমিক নেতা মফিজ আলীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, হোটেল শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক সংঘ, রিকশা শ্রমিক সংঘ, দর্জি শ্রমিক সংঘ, ওয়ার্কাস পার্টি, প্রাভদা সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য-ধূপাটিলাস্থ প্রয়াত নেতার সমাধিতে পুস্পস্তবক অর্পন ও শপথ গ্রহণ করা হয়।
পরে স্থানীয় মাঠে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন ও ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা সিকন্দর আলী।
আলোচনা সভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এনডিএফ ময়মনসিংহ জেলা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, প্রবীণ রাজনীতিবিদ মনোহর আলী, রেজাউল করিম, আফজাল চৌধুরী, ডা. অবনী শর্ম্মা, বিপ্লব মাদ্রাজী পাশী ও নারী চা-শ্রমিকনেত্রী লছনী রানী রাজভর, মো. মোস্তফা কামাল, রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, দর্জি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর, যুব মৈত্রীর নেতা আফরোজ আলী, কৃষকনেতা রমজান আলী পাখি, প্রাভদা সাংস্কৃতিক সংসদের আক্কল আলী, অমলেশ শর্ম্মা প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত নেতার অসমাপ্ত কাজ জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মফিজ আলীর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়।
উল্লেখ্য, সংগ্রামী এই জননেতা ১৯২৭ সালের ১০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শ্রীসূর্য-ধূপাটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৬০ বছরের বেশি রাজনৈতিক জীবনে তিনি ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, চা শ্রমিক আন্দোলন, বালিশিরা কৃষক আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন।