জার্মানীর শতাধিক মসজিদ অমুসলিমদের জন্য উন্মুক্ত
প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর ২০১৫, ৬:২৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জার্মানীর মুসলিম নেতারা অমুসলিমদের জন্য গত ৩ অক্টোবর থেকে শতাধিক মসজিদ উন্মুক্ত করে দিয়েছে। ইসলাম ধর্মের সঙ্গে আরও ভালোভাবে পরিচয় বা ইসলাম ধর্মকে ভালোভাবে জানার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি জামার্নের বিভিন্ন গণমাধ্যমে মুসলিমদের নিয়ে বিভিন্ন ধারণামূলক সংবাদ প্রকাশের পর জনমনে ইসলাম নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়। এই বিভ্রান্তি দূর করতেই এই উদ্যোগ। জার্মানীর কোলন শহরের মুসলিম সমন্বয় কাউন্সিল ঘোষণা দিয়েছে, সেদেশের যুবকদের সহায়তায় সমগ্র দেশ জুড়ে সবার জন্য মসজি উন্মুক্ত প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়েছে।
এই উদ্যোগটি আবার জার্মানীর সাধারণ জনগণ সানন্দে গ্রহণ করেছে। আর এর ফলস্বরুপ মসজিদের ভেতর কি হয় তা জানার জন্য তা জানতে উদগ্রীব হয়ে অনেক অমুসলিম নাগরিক ইতিমধ্যেই মসজিদ পরিদর্শন করেছে।
এতে করে ইসলাম ধর্ম ও মুসলমানদের সাথে অমুসলিমদের একটি পরিচ্ছন্ন সম্পর্ক স্থাপন হওয়ার সুযোগ তৈরী হচ্ছে। ইউরোপের দেশ সমূহের মধ্যে ফ্রান্সের পর জার্মানীতে সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায়ের লোকজন বসবাস করে। জার্মানীতে ইসলাম ধর্ম তৃতীয় বৃহত্তম ধর্ম হিসেবে বিবেচিত।
বর্তমানে জার্মানীতে ৮ কোটি ২ লাখ জনগণের মধ্যে প্রায় ৬ শতাংশ (৬০ লাখ) মুসলমান জনগণ। এছাড়া সিরিয়ায় যুদ্ধ চলার কারণে ব্যাপক সংখ্যক মুসলমান জার্মানীতে গিয়ে প্রবেশ করছে।