মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮ অক্টোবর ২০১৫, ৬:৩৫ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সভা বুধবার রাতে প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর পরিচালনায় সাংগঠনিক বিষয়সহ বিবিধ বিষয় নিয়ে আলোকপাত করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, বাসস প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, প্রথমআলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, মাছরাঙা প্রতিনিধি তমাল ফেরদৌস, এটিএনবাংলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, ঢাকা ট্রিবিউন প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, আজকের পত্রিকার সরওয়ার আহমদ, দেশ টিভির সালেহ এলাহি কুটি, ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, এস এ টিভির পান্না দত্ত, শ ই সরকার শবলু প্রমুখ।
সভায় গুরুত্ব সহকারে প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষা ও কর্মরত সাংবাদিকদেরকে কর্মক্ষেত্রে সততা নিষ্ঠার সাথে কাজ করার বিষয়ে একমত হন সদস্যরা। এছাড়া সাংবাদিকতার নামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যারা অর্থ গ্রহণ ও চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রেসক্লাবের সদস্য নয় কিন্তু সঠিকভাবে সাংবাদিকতার নিয়ম কানুন ও নীতি মেনে যারা সাংবাদিকতা করছেন তাদের পাশে প্রেসক্লাব দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহিত হয়। অন্যদিকে প্রেসক্লাবের সদস্য নয় কিন্তু সাংবাদিকতার নামে চাঁদাবাজি, নগদ টাকা গ্রহণ, অফিস আদালতে যারা চাঁদাবাজি করে প্রেসক্লাবের ও বিভিন্ন মিডিয়ার সুনাম ক্ষুন্ন করছেন তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া সভায় গঠনতন্ত্র, নির্বাচন ইত্যাদি বিষয় নিয়েও বিস্তর আলোচনা হয়। শেষে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।#