পদার্থে নোবেল পেলেন জাপান ও কানাডার দুই বিজ্ঞানী
প্রকাশিত হয়েছে : ৬ অক্টোবর ২০১৫, ১১:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পদার্থ বিদ্যায় নোবেল পুরষ্কার পেলেন জাপান ও কানাডার দুই বিজ্ঞানী। পদার্থের অনুতে নিউট্রিনোর রূপ বদলের স্বরূপ খুঁজতে গিয়ে এই কণার ভর থাকার ইঙ্গিত পেয়েছিলেন যে দুই বিজ্ঞানী। তারাই পেলেন সর্বোচ্চ এই পুরষ্কার।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরষ্কারের জন্য জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আর্থার ম্যাক ডোনাল্ডের নাম ঘোষণা করে।
নোবেল কমিটি বলেছে ‘এই দুই জনের গবেষণা পদার্থের গভীরে কি ঘটে’ সে বিষয়ে আমাদের ধারণা বদলে দিয়েছে এবং আমাদের বিশ্ব সমর্থনে প্রমাণ যুগিয়েছে।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছে অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতিবছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরষ্কার দেওয়া হয়।
আগামী ১০ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে এই দুই জনের হাতে পুরষ্কারের অর্থ ৮০ লাখ ক্রোনার তুলে দেওয়া হবে।
গত বছর জ্বালানী সাশ্রয়ী উজ্জ্বল আলো তৈরি করতে পারে এমন নীল এলইডি (লাইট এমিটিং ডায়েড) উদ্ভাবনের জন্য জাপানী গবেষক ইসামু আকাশাকি, হিরোশী আমানো ও সুজি নাকামুরাকে পদার্থে নোবেল পুরষ্কার দেওয়া হয়।