কমলগঞ্জে যাত্রার নামে জুয়ার আসর ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০১৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ ::
জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে প্রতিদিন জুয়ার রমরমা আসর চলছে। রাতে জুয়া চালানোর সুবিধার্থে প্যান্ডেল তৈরী করে সৌর বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন বিষয়টি সম্পর্কে অবহিত থাকলেও কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
জানা যায়, গত বছর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে যাত্রার প্যান্ডেল তৈরী করলেও এলাকাবাসীর প্রতিবাদের মুখে প্রশাসন যাত্রার প্যান্ডেল ভেঙ্গে দেয়। এরপর আয়োজকরা স্থান বদল করে মুন্সিবাজার ইউনিয়নের ভূমিগ্রাম ও রামপুর গ্রামের মধ্যস্থানে খিরনদী ব্রীজের দক্ষিণ পাশে ধানী জমির মাঝখানে দীর্ঘদিন ধরে রাতে জুয়ার আসর চালিয়ে যাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, জুয়ার আসরে এখন এলাকার অধিকাংশ যুবসমাজ জড়িয়ে পড়েছে। প্রভাবশালী আয়োজকমহল কোরবানীর ঈদের পরপরই জুয়ার আসরের পরিসর বৃদ্ধি করতে টিন ও বাঁশ এবং তেরপালের বেড়া দিয়ে দুটি ঘর তৈরী করেছে। রাতে আলো সুবিধার্থে ঘরে সৌর বিদ্যুতের ব্যবস্থা ও করা হয়েছে। একই সাথে এই ঘরে ফেনসিডিল, কোরেক্সসহ ভারতীয় মাদকের বেচাকেনাও চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একজন বলেন, প্রতি রাতে ওয়ান টেন বোর্ড ও ঝান্ডিমুন্ডা থেকে বড় ধরনের টাকা আয় হচ্ছে। স্থানীয়ভাবে নেতৃত্বদানকারীদেরও এক হাজার ও তিন হাজার হারে টাকা প্রদান করা হচ্ছে বখরা হিসেবে। বহিরাগত কারো উপস্থিতি বিষয়ে খোঁজখবর রাখতে সেখানে বিভিন্ন রাস্তায় ১৫ থেকে ২০ জন লোকের পাহারার ব্যবস্থাও করা হয়েছে। এভাবে প্রতি রাত ১০ টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত রমরমা জুয়ার আসর চলে।
এছাড়াও উপজেলার শমশেরনগর, মাধবপুর, পতনউষার, আদমপুর, ইসলামপুরসহ বিভিন্নস্থানে জুয়ার ছোট ছোট আসর বসে বলে অভিযোগ রয়েছে।
তবে এ ব্যাপারে মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব বলেন, তিনি বিষয়টি জানেন না।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. বদরুল ইসলাম বলেন, মুন্সীবাজারের ভূমিগ্রাম ও রামপুর গ্রামের মাঝামাঝি স্থানে জুয়ার আসর বিষয়ে তিনি জানেন না। তবে লোক মুখে এ ধরনের একটি কথা শুনেছেন। এধরনের কার্যক্রমের কোন খবর পেলেই আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিকুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্য নোমান মিয়াকে এধরনের কার্যক্রম বন্ধ করানোর জন্য নির্দেশ দিয়েছেন। নতুবা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।