‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরষ্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে ঢাকার দুই সিটি কর্পোরেশন
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০১৫, ৮:৫৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেক্স ::
আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজারো শিল্পীর ‘আর্থ প্যারেড’ এর মাধ্যমে সংবর্ধনা দেবে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এবছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (ইউনেপ) এবং আন্তর্জাতিক টেলি কমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রধানমন্ত্রীকে দুটি পুরষ্কারে ভূষিত করায় এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
কোরিওগ্রাফার ও গুণী নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব গণমাধ্যমকে জানান, সংবর্ধনা অনুষ্ঠানে ১০জন শিল্পী ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ এই গানটি পরিবেশন করবেন। শিল্পীরা হলেন, জয় শাহরিয়ার, কিশোর, পারভেজ, মুহিন, সাব্বির, পুলক, রন্টি, কোনাল, লিজা ও পূজা।
‘আর্থ প্যারেড’ শিরোনামের ২৭ মিনিটের পরিবেশনায় সারা দেশের হাজারো শিল্পীর অংশগ্রহণ থাকবে। এরমধ্যে সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, রোভার স্কাউট ও নাট্যকর্মী থাকছেন। পরিবেশনায় আরও থাকছেন দেড়শ’ সাইক্লিস্ট, বুদ্ধিপ্রতিবন্ধী, গান ও আবৃত্তি। আবৃত্তি করবেন শিমুল মোস্তফা।
আর্থ প্যারেডকে সফল করতে রোববার দিনভর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রিহার্সেল অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ ২০০৪ সাল থেকে প্রতি বছর চারটি ক্যাটাগরিতে এ পুরষ্কার দেওয়া হয়। চলতি বছর ‘পলিসি লিডারশীপ’ শাখায় পুরষ্কারটি পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।