মৌলভীবাজারে র্যাবের অভিযানে ১২ লক্ষ টাকার শাড়ি উদ্ধার ॥ গ্রেফতার-১
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০১৫, ৭:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
মৌলভীবাজারে র্যাবের অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় শাড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের শমসেরনগর রোডের মেসার্স চট্টগ্রাম সেনেটারী চায়না বাংলা সিরামিকস এর শো রুমের সম্মুখে এই অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. বেলাল হোসেন মলিক এর নেতৃত্বে অভিযান চালিয়ে উন্নতমানের ৫০ পিছ, মিডিয়াম ১৪৬ পিছ এবং নরমাল ১৭০ পিছসহ মোট ৩৬৬ পিছ ভারতীয় শাড়ি, ১টি প্রাইভেট কার (ঢাকামেট্টো-গ ১১-৫১৫২) সহ কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুরের দত্তগ্রামের মো. আহম্মদ আলী শাহের ছেলে মুনসুর আলী (২৬ কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ১১ লক্ষ ৮৯ হাজার টাকা। শাড়ি, প্রাইভেট কার ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।