শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০১৫, ৫:২৭ অপরাহ্ণ
এম. মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গলে মোটর সাইকেলের চাপায় আহত সুকেরা খাতুন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকালে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুকেরা খাতুন শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিয়াকুল গ্রামের মৃত ওয়াছির উল্লার স্ত্রী।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, গত রোববার (৫ অক্টোবর) বিকেলে ভূনবীর ইউনিয়নের সম্মুখে রাস্তা পারাপারের সময় সুকেরা খাতুনকে একটি মোটর সাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।