চিকিৎসা বিজ্ঞানে তিন বিজ্ঞানী পেলেন নোবেল পুরষ্কার
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০১৫, ১১:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেক্স ::
চিকিৎসা বিজ্ঞানে এবার তিন বিজ্ঞানীকে দেওয়া হলো নোবেল পুরষ্কার। গোলকৃমির জন্য আইরিশ বিজ্ঞানী উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানী বিজ্ঞানী সাতোশি অমুরা। ম্যালেরিয়ার চিকিৎসা নিয়ে গবেষণার জন্য পেয়েছেন চীনা বিজ্ঞানী ইউ ইউ টু।
সোমবার সুইডেনের কারোলিনস্কা ইন্সটিটিউট এই নোবেল পুরষ্কার ঘোষণা করে। নোবেল কমিটি এই তিন বিজ্ঞানীর উদ্ভাবন লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে বলে উল্লেখ করেছে।
পুরষ্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।
গত বছর যুক্তরাজ্যের গবেষক জন ও কিফ এবং নরওয়ের বিজ্ঞানী দম্পতি মে ব্রিট মোসার ও অ্যাওয়ার্ড কোষীয় তথ্য পরিবহনের স্বরুপ সন্ধানে কাজের জন্য নোবেল পেয়েছিলেন।
এদিকে মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।