কমলগঞ্জে দিনমজুরকে পিটিয়ে হত্যা : গ্রেফতার ৬
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১০:২৪ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার আদমপুরে সোমবার রাতে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার দায়ে কমলগঞ্জ থানার পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে সোমবার রাত ১০ টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের মৃত উম্মর আলীর ছেলে রাজ্জাক মিয়া (৩৫) সিলেটে দিন মজুরের কাজ করত। সম্প্রতি ঈদের জন্য বাড়িতে এসে সোমবার রাতে একই গ্রামের বন্ধু সাইফুল ইসলামের সাথে ছনগাঁও গ্রামে কদর আলীর বাড়ি বন্ধুর (সাইফুলের) প্রেমিকার সাথে দেখা করতে যায়। এতে প্রেমিকার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে সাইফুল ও দিনমজুর রাজ্জাককে ধরে বেদড়ক লাঠিপেটা করে রাস্তায় ফেলে রেখে ডাকাতদের গণপিটুনি দেয়ার কথা প্রচার করা হয়। পিটুনিতে দিনমজুর রাজ্জাক মারা যায়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার সহকারী পরিদর্শক লিটন পালের নেতৃত্বে পুলিশের একটি দল ছনগাঁও গ্রামের রাস্তা থেকে মৃত দিন মজুর রাজ্জাক ও আহত সাইফুলকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কদর আলী (৬০), করিম উদ্দীন (২৮), তরিক মিয়া (৫৫), সালাহ উদ্দীন (৩০), কবির হোসেন (৩৮) ও জয়নাল মিয়া (৩০) নামে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনা সম্পর্কে বক্তব্য জানার চেষ্টাকালে থানায় আটক অবস্থায় কদর আলীসহ ৬জন আসামীর কেউ কোন কথা বলতে রাজি হননি।
ঘটনার খবর পেয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল আলম মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের একজনকে হত্যা ও একজনকে আহত করার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশি তদন্ত শেষে প্রকৃত ঘটনাটি বের হবে।