হুমকির মুখে ২২টি গ্রাম
কমলগঞ্জে ধলাই নদীর বাঁধে ভাঙন
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫, ৮:২৯ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ঘোড়ামারা (নাজাতকোনা) ও হীরামতি নামক স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে প্রায় ২২ টি গ্রাম। বৃষ্টি অব্যাহত থাকলে যে কোন মুহুর্তে বাড়িঘর ও ফসলী জমি তলিয়ে যেতে পারে।
জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা (নাজাতকোনা) ও মাধবপুর ইউনিয়নের হীরামতি গ্রাম এলাকায় ধলাই নদীর প্রতিরা বাঁধে নতুন করে ভাঙন দেখা দেয়। ধলাই প্রতিরা বাঁধের নতুন দুটি ভাঙন দেখা দেওয়ায় আতংকিত হয়ে পড়ছেন এলাকার লোকজন। এলজিইডির উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ ও স্থানীয় আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ঘোড়ামারা গ্রামে ধলাই নদীর প্রতিরা বাঁধ পরিদর্শন করেছেন। কমলঞ্জে থানা সংলগ্ন ধলাই নদীর উপর পুরাতন সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাছাড়া ধলাই প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে যে কোন মুহূর্তে ধলাই প্রতিরা বাঁধে ভাঙন দেখা দিয়ে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ২০/২৫টি গ্রাম তলিয়ে যেতে পারে।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ অত্যন্ত নিন্মমানের হয়েছে। জরুরি ভিত্তিতে পাথরের ব্লক দিয়ে প্রতিরক্ষা বাঁধ মেরামত করা না হয়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিবে।
পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজারের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ফয়জুর রব বলেন, বাজেট না থাকায় ধলাই প্রতিরা বাঁধের কাজ করা যাচ্ছে না। তবে সরেজমিন পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।