গাজীপুরে কভার্ড ভ্যান- লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫, ৫:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গাজীপুর শহরের নাওজোড় এলাকায় কভার্ড ভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন হলেন- লেগুনার চালক গাজীপুর শহরের ইটাহাটা এলাকার সাইদুর রহমান (২০) এবং দুই যাত্রী গাজীপুর শহরের ভোগড়া এলাকার তমির হোসেনের স্ত্রী মনি (২৫) ও পটুয়াখালী গলাচিপা থানার ছোট শিবা এলাকার সোহেল (৩০)।
নিহত আরেকজনের নাম জানা যায়নি। তিনি চালকের সহকারী ছিলেন। আহতরাও সবাই লেগুনার আরোহী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম বলেন, ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে লেগুনার চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোহেলের মৃত্যু হয়।
আহতরা হলেন- নিহত মনির স্বামী তমির (২৮), মামুন (২৫), আ. কুদ্দুস (২৫), ফখরুল ইসলাম (৩৫), এনামুল হক (৩৫) ও আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঈদফেরত যাত্রায় বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানী ঘটে। এর মধ্যে গাজীপুরে একটি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত হন আটজন।