যুক্তরাষ্ট্রে সিনেমা হলে বন্দুক হামলা, নিহত ২
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫, ১০:০৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
৫৮ বছর বয়সী ওই বন্দুকধারী নিজেকেও গুলি করেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, লুইসিয়ানার লাফায়েত্তি এলাকার একটি সিনেমা হলে হাতবন্দুক নিয়ে প্রবেশ করে ওই বন্দুকধারী অর্তকিত হামলা চালিয়ে দুই জনকে হত্যা করে। এরপর নিজেকে গুলি করে।
প্রায় ২০ মিনিট ধরে তাণ্ডব চালানো ওই বন্দুকধারীর বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত দেড়টা) এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ প্রধান জিম ক্রাফট।
হামলার সময় অন্তত একশ’ জন সিনেমা হলটিতে অবস্থান করছিলেন।
এর আগে ২০১২ সালের জুলাইয়ে ডেনভারের একটি সিনেমা হলে ব্যাটম্যান: দ্য ডার্ক নাইট রাইসেস’র প্রিমিয়ার শোতে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত হন। আহত হন আরো ৭০ জন।
জেমস হোমস (২৭) নামে ওই বন্দুকধারীকে সম্প্রতি জুরি বোর্ড মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর নতুন এ ঘটনা ঘটলো।