সিলেটে যাত্রিবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫, ৮:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরছালিন জানান, ।নিহত তিন জনের মধ্যে দুই জন নারী। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত বাসটি দমকল বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুগান্তর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছামাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে পানিতে ডুবে যায়।
খবর পেয়ে সিলেট থেকে দু’টি ও ওসমানীনগর দমকল বাহিনীর তিনটি টিম উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এলাকাবাসীও।
সিলেট দমকল বাহিনীর স্টেশন অফিসার অধীর চন্দ্র হাওলাদার জানান, দুর্ঘটনাস্থল থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।