কুলাউড়ায় অসমাজিক কার্যকলাপের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫, ৮:০৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে মঙ্গলবারে ইউপি সদস্যসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শহরের পশ্চিম আহমদাবাদে নতুন পাড়া এলাকার আব্দুস শহীদের বাসার নিচতলা ভাড়া নিয়ে রিপা বেগম দীর্ঘদিন থেকে অসামাজিক ব্যবসা পরিচালনা করে আসছিল। পুলিশ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী (৪৩), রিপা বেগম (২৪), হালিমা বেগম (১৭), রুশনা বেগম (১৬) কে আটক করে। তাদের বাড়ি জেলার জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।