মৌলভীবাজারে ঈদ-উল ফিতরের প্রধান ৩ জামাত অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৫, ১২:৪০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঝির ঝির বৃষ্টির মধ্যে দিয়ে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে ঈদ-উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩০ হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ৭টা, ৮টা ও ৯টায়- এ ৩টি জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন যথাক্রমে, মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি মওলানা শামছুল ইসলাম ও সুলতানপুর মসজিদের ইমাম মুফতি মওলানা শামছুজ্জোহা।
জামাতের আগে বয়ান রাখেন সৈয়দ শাহ মোস্তফা দরগা জামে মসজিদের সানি ইমাম মওলানা বজলুর রহমান।
প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন ,সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুহাসান, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনস প্রমুখ।
এ ছাড়া জেলার ৭টি উপজেলায় ঈদগাহ মাঠসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে মুসলিম উম্মাহ দেশ ও জাতির কল্যাণে দোয়া চেয়ে মোনাজাত করা হয়।