যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ মেরিন সেনা নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫, ৭:৪৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে গুলি চালিয়ে চার মেরিন সেনাকে হত্যা করেছে এক বন্দুকধারী। খবর বিবিসি।
বৃহস্পতিবার টেনিসির শাতানুগায় নৌবাহিনীর দুটি ভবনে হামলার এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারী নিজেও নিহত হয়েছেন।
মোহাম্মাদ ইউসুফ আব্দুলআজিজ নামের ২৪ বছর বয়সী ওই হামলাকারীর জন্ম মধ্যপ্রাচ্যে। তবে বেশ কয়েক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন বলে এফবিআইয়ের তথ্য।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চলতি বছরের শুরুতে একবার গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।
টেনিসি ইউনিভার্সিটির একজন মুখপাত্র জানিয়েছেন, একই নামে একজন ছাত্র তাদের প্রতিষ্ঠান থেকে ২০১২ সালে প্রকৌশলে ডিগ্রি নেন।
স্থানীয় শাতানুগা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় স্কুলে পড়ার সময় রেসলিং দলে ছিলেন এই ইউসুফ।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের একটি রিক্রুটমেন্ট সেন্টারে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ হামলাকারীকে ধাওয়া করে। পরে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন তিনি।
হামলার ঘটনার পর শাতানুগা থেকে কয়েক মাইল দূরে ইউসুফের বাসায় অভিযান চালিয়েছে মার্কিন পুলিশ। সেখান থেকে দুই নারীকে হাতকড়া পড়িয়ে নিয়ে যেতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনার বর্ণনা দিয়েছেন ‘হৃদয় বিদারক’ হিসাবে। ইউসুফের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) কোনো যোগাযোগ ছিল কি-না তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।