আরব বিশ্বে আজ ঈদ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫, ৭:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সৌদি আরবের আকাশে গতকাল বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরো ১০টি দেশে আজ শুক্রবার পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হবে।
এদিকে বাংলাদেশে পবিত্র ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণে আজ শুক্রবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৩৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ-উল ফিতর পালনের তারিখ নির্ধারণ করা হবে। আজ শুক্রবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন শনিবার ঈদ-উল ফিতর পালিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে ঈদ পালিত হবে রবিবার।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ও ফ্যাক্স- ৯৫৬৩৩৯৭ নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।