উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫, ৭:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, উত্তরপত্র জালিয়াতি এবং ফেইসবুক ও মোবাইল ফোনে প্রতারণার অভিযোগে ছয়জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, তাদের ‘সাইবার অপরাধ’ দল বুধবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি বলেন, “এই ছয়জনের মধ্যে একজনের নাম রায়হান চৌধুরী। সেই এ চক্রের হোতা। ড্যান ব্রাউন নাম নিয়ে সে সাইবার অপরাধ চালিয়ে আসছিল।”
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার বাকিদের নাম-পরিচয় এবং অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে এই উপ কমিশনার জানান।
গতবছর এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ব্যাপক অভিযোগের মধ্যে একটি বিষয়ের পরীক্ষা দ্বিতীয়বার নিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। আগের রাতে ফেইসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসিতেও।
এ বছরও এইচএসসির হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগের রাতে ফেইসবুকে ফাঁস হওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়, যা পরে পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবুহু মিলে যায়।