ঈদের ছুটিতে পর্যটকদের ডাকছে লাউয়াছড়া ও হাম হাম জলপ্রপাত
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫, ৬:৫৮ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রতিনিধি ::
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক ও হাম হাম জলপ্রপাত দেশি-বিদেশি পর্যটকদের সৌন্দর্যের পসরা মেলে ডাকছে। পর্যটকদের স্বাগত জানাতে এখন কমলগঞ্জ প্রস্তুত। দেশের বিভিন্ন এলাকা থেকে নৈসর্গের অপরূপ এ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ছুটে আসেন বিভিন্ন হাজার হাজার দর্শনার্থী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের ঢল নামবে বলে আশা করা যাচ্ছে।
ইতিমধ্যে বিভিন্ন রেস্টহাউসে পর্যটকদের অগ্রিম বুকিং প্রায় শেষ পর্যায়ে।
চা বাগান অধ্যুষিত উপজেলায় মণিপুরী, খাসিয়াসহ বিচিত্র জনগোষ্ঠির বসবাস রয়েছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাহাড়ী এলাকায় ১২৫০ হেক্টর জমিতে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করা হয়। ক্রমান্বয়ে নিবিড় বনরাজি ও নির্জনতা ধীরে ধীরে প্রকৃতির রুপকে অপরুপ সাজে সজ্জিত করতে থাকে। এতে পার্কের পরিচিতি প্রসারের সাথে পর্যটকদের সংখ্যা বাড়তে থাকে। পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে বিলুপ্ত বন্য প্রাণী উলুকের ডাক। এ ছাড়া হনুমান, লজ্জাবতী বানর, চশমাপরা হনুমান, মায়া হরিণ সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী। এর পাশাপাশি বিরল প্রজাতির বৃহৎ আকারের আফ্রিকান টিকওক, সারি সারি ডুমুর, লকটন, সেগুন, আমলকি, জলপাইসহ নানা প্রজাতির বৃক্ষ। লাউয়াছড়ার বনে রয়েছে তিনটি প্রাকৃতিক ফুট ট্রেইল বা পায়ে হাঁটা পথ। পর্যটকরা ইকো-ট্যুর গাইডের সাহয্য নিয়ে নির্ধারিত ফি পরিশোধ করে উদ্যানটি ঘুরে দেখতে পারেন। পর্যটকদের সুবিধার্থে এখানে নির্মিত হয়েছে তথ্যকেন্দ্র, ইকো-কটেজ, ফুট ট্রেইল, ইকো-রেস্তোরা প্রভৃতি। পাহাড়ের উঁচু নিচু টিলায় ২টি খাসিয়া আদিবাসী পল্লী।
অন্য দিকে রয়েছে অপূর্ব সুন্দর হামহাম জলপ্রপাত। পশুপাখি ও পোকা-মাকড়ের ঝিঁ ঝিঁ পোকার অদ্ভুত শব্দ নিস্তব্ধতা ভেদ করে একটানা শব্দ শুনতে শুনতে পর্যটকরা হারিয়ে যান প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা এ গহীন অরণ্যে। খুঁজে পান ব্যতিক্রমী আনন্দ।