মেয়েদের পছন্দ ‘কিরণমালা’
বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫, ৫:৩৫ পূর্বাহ্ণ
এ.জে লাভলু, বড়লেখা ::
ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে বড়লেখার ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনার ধুম। অভিজাত বিপণী বিতান থেকে ফুটপাত পর্যন্ত প্রতিটি দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পরিবার পরিজনের জন্য ঈদের নতুন জামা-কাপড়, জুতা ও কসমেটিকস কিনতে ঈদের বাজারে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ। সাধ আর সাধ্যের সঙ্গে মিল রেখে আপনজনদের জন্য কেনাকাটা করছেন এসব মানুষ। নিম্ন আয়ের মানুষ ফুটপাত থেকে তাদের সাধ্যমত কেনার চেষ্টা করছেন।
পৌর শহরের বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, দেশিয় পোশাকের পাশাপাশি রয়েছে ভারতীয় পোশাকের বিপুল সমাহার। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবিসহ ছোটদের নানান ধরনের পোশাক রয়েছে। ব্যবসায়ীরা তাদের দোকানগুলোতে সাজিয়েছেন বিভিন্ন জনপ্রিয় মুভি ও সিরিয়ালের নাম অনুসারে দেশি-বিদেশি পোশাকে। এর মধ্যে নজর কেড়েছে কিরণমালা, পাখি, টাপুর টুপুর, ফ্লোরটাচ, মহারাণী নামে নানান ডিজাইনের পোশাক থ্রি-পিস আর তরুণদের মোদি কোর্ট, জিন্স প্যান্ট ও রেডিমেন্ট পোশাক।
ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, এবারের ঈদে মেয়েদের কিরণমালা ড্রেস এর চাহিদা সবচেয়ে বেশি। মেয়েদের কিরণমালা ড্রেস পাওয়া যাচ্ছে দেড় হাজার টাকা থেকে ৭ হাজার টাকায়।
এদিকে দিন-রাত কাজ করে নির্ঘুম কাটাচ্ছেন উপজেলার বিভিন্ন মার্কেটের দর্জিরা। প্রতিবারের তুলনায় এবার রমজানমাস শুরু অনেক আগে থেকেই পোশাকের বেশি বেশি অর্ডার থাকায় তারা এখন প্রায়ই দিনেরাতে শ্রম দিচ্ছেন।