গ্রিস সংকটের সমাধানে ব্রাসেলসে বৈঠক চলছে
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫, ৫:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গ্রিস সংকটের সমাধানে এখনো কোন ঐক্যমতে পৌঁছতে পারেনি ব্রাসেলসে বৈঠকরত ১৯টি ইউরোপীয় দেশের নেতৃবৃন্দ।
এদিকে, নগদ অর্থের যোগান ফুরিয়ে কোন ব্যাংক ধসে যাবার আগেই একটি সমাধানে পৌঁছাতে চান গ্রিসের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস।
তবে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি’র প্রেসিডেন্ট মারিও দ্রাঘি জানিয়েছেন, উদ্ধার চুক্তি হবার আগে কোন জরুরি অর্থ সাহায্য পাবে না গ্রিস।
গ্রিসের নগদ অর্থের সরবারহ ফুরিয়ে যাওয়া ঠেকাতে এবং ইউরোপ জুড়ে একক মুদ্রা চালু রাখতে একটি অভিন্ন সমাধানের খোজে, ব্রাসেলসে এখনো বৈঠক করছেন ইউরোপের নেতৃবৃন্দ।
গ্রিসের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস নগদ অর্থের যোগান ফুরিয়ে কোন ব্যাংক ধসে যাবার আগেই একটি সমাধানে পৌঁছাতে চান ।
এখুনি কোন উদ্ধার চুক্তিতে একমত হতে ব্যর্থ হলে গ্রিসকে সাময়িকভাবে ইউরো জোন থেকে বাদ দেয়া হতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে বৈঠক থেকে।
গত দুদিন ধরে চলা সম্মেলনে এখন বিরতি দেয়া হয়েছে, যাতে অংশগ্রহণকারী দেশগুলো দ্বিপাক্ষিক বৈঠক করতে পারে।
তবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যাদকে কিছুটা নমনীয় অবস্থান নিয়ে বলেছেন, ইউরোপের ভবিষ্যতের স্বার্থের একটি ঐকমতে পৌঁছানো দরকার।
তিনি বলেছেন, এটি সম্মেলনের মূল আলোচ্য হলেও, সেটি কেবল গ্রীসেরই সমস্যা নয়। বরং তা একীভূত ইউরোপের অভিন্ন স্বার্থের ব্যপার। ফলে একটি চুক্তিতে পৌঁছাতে ফ্রান্স তার করণীয় সবটাই করবে।
এদিকে, গ্রীসকে ঋণসংকট থেকে টেনে তুলতে এই মুহূর্তে ছিয়াশি বিলিয়ন ইউরোর প্রয়োজন।
দেশটিতে একাধিক অর্থনৈতিক মনিটর মোতায়েনসহ একটি বৃহৎ সংস্কার পরিকল্পনা হাজির করে, তা দেশটির পার্লামেন্টে পাশ করানোর আহ্বান জানিয়েছেন ইউরোপের নেতৃবৃন্দ।
এথেন্স সংবাদদাতা জানাচ্ছেন, কট্টরপন্থী সদস্যদের সরিয়ে এই সপ্তাহেই মন্ত্রী পরিষদে আরো রদবদল করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস।