কুলাউড়ার ঈদবাজার
কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড়
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫, ৬:৫৪ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
আর কয়েকদিন পরই মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। ছোট-বড়, ধনি-দরিদ্র সবার মাঝে ঈদে নতুন পোশাক খুশির উপলক্ষকে আরও বাড়িয়ে তোলে। তাই সবাই চেষ্টা করে যার যার সামর্থমতো নতুন পোশাক কিনতে। ঈদের দিনে সেমাই-পায়েসের আয়োজন করতে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদরসহ প্রধান ৫টি বাজারে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ। মানুষের উপচেপড়া ভিড়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।
কুলাউড়া শহরের প্রধান প্রধান বিপনী বিতান মিলিপ্লাজা, আরএম সিটি, বশিরপ্লাজা, আজিজ রওশন কমপ্লেক্সসহ সবক’টি মার্কেটের কাপড়ের দোকানেই উপচে পড়া ভিড়। শুধু কাপড়ের দোকান নয় জুতার দোকান, কসমেটিক্স, টেইলারিং শপ সবখানেই মানুষের ভিড়। ব্যাংকে প্রবাসীদের পাঠানো টাকা উত্তোলনে মানুষের দীর্ঘ লাইন লক্ষণীয়। টাকা দিতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের। এদিকে ক্রেতাদের আকর্ষণ করতে প্রতিটি মার্কেটে কেনা-কাটার উপর দেয়া হচ্ছে বিশেষ কুপন। আর সেইসব কুপনে উল্লেখ রয়েছে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা।
কুলাউড়া সদর ছাড়াও উপজেলার ব্রাহ্মণবাজার, রবিরবারাজার, ফুলেরতল বাজার ও ভাটেরা বাজারের দোকানেও ঈদের কেনাকাটায় ভিড় রয়েছে।
প্রবাসী অধ্যুষিত কুলাউড়ায় এবার ঈদে প্রচুর সংখ্যক প্রবাসী পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে এসেছেন।
ব্যবসায়ীরা জানান, বিগত কয়েক বছরের তুলনায় এবার ঈদের কেনাবেচা ভালো। বর্ষাকাল হলেও প্রাকৃতিক বৈরীতা না থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে আসছে।