মেক্সিকোতে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫, ৪:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মেক্সিকোর উত্তরাঞ্চলের সংঘাতমুখর মাতামোরাস শহরে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ বন্দুকধারীদের পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার দেশটির সীমান্তবর্তী তামালিপাস রাজ্যের শহরটিতে এ ঘটনা ঘটে।
তামালিপাস রাজ্য সরকারের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় আহত ওই পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
পুলিশের ওই গাড়িবহর মাতামোরাসে পৌঁছানোর পর গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে বন্দুকধারীরা। এ ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকধারীদের পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় কয়েকজন পথচারী গুলিবিদ্ধ হলেও তারা আশঙ্কামুক্ত।