রাষ্ট্রীয় মর্যাদায় এমএ আজিজের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৫, ৬:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি এম এ আজিজের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বেলা আড়াইটায় পৌর এলাকার হযরত গোলাবশাহ (র.) ইমামবাড়ি শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ইমামবাড়ি দরগাহ কবরস্থানে সমাহিত করা হয়।
বিচারপতি, সংসদ সদস্য, রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোক শরিক হন। জানজায় ইমামতি করেন মাওলানা হুছামউদ্দিন চৌধুরী ফুলতলী।
আমৃত্যু মানবতার সেবায় নিয়োজিত এম এ আজিজের মরদেহ রক্ষিত কফিন দলীয় পতাকা, মুক্তিযোদ্ধা সংসদের পতাকা ও জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। এসময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
জানাজার আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে তার এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নেতারা এম এ আজিজের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জানাজার আগে মরহুমের স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি এম এ তারিক, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ মো. সেলিম উদ্দিন, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, সিলেটের সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, শিক্ষাবিদ আলী আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের সচিব একেএম গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সহ-সভাপতি আব্দুল আহাদ কলা মিয়া ও আলহাজ মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শামছ উদ্দিন মাখন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদির, সাবেক শিক্ষক লায়ন কাজি মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ জাফরী, সমাজসেবি আব্দুল ফাত্তাহ বকশী, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, অ্যাডভোকেট আব্দুল মুমিত স্বপন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এম এ আজিজ মহান স্বাধীনতা যুদ্ধের সময় এ অঞ্চলের মানুষকে একত্রিত করে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তিনি আমৃত্যু মানবতার কল্যাণে কাজ করেছেন। বিয়ানীবাজার তাফসীরুল কোরআন পরিষদ ও হযরত গোলাবশাহ (র.) ইমামবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।
বক্তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।