ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায়
নূরানী জর্দার মালিক ও ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৫, ৬:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় নূরানী জর্দা কারখানার মালিক ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
পুলিশের এস আই রফিকুল ইসলাম শুক্রবার বিকালে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।
শুক্রবার ভোরে শহরের অতুল চক্রবর্তী রোডে নূরানী জর্দা কারখানার ফটকে হাজারখানেক মানুষ জাকাত নিতে জড়ো হলে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় কারখানার মালিক শামীমসহ আটজনকে সকালেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় কোতোয়ালির পুলিশ।
বাকি সাতজন হলেন- শামীমের ছেলে হেদায়েত হোসেন তালুকদার, কারখানার ম্যানেজার ইকবাল হোসেন, শামীমের আত্মীয় আরমান হোসেন, আলমগীর হোসেন, কারখানার কর্মচারী শামসুল ইসলাম আবদুল হমিদ ও গাড়ি চালক পারভেজ।
পদপিষ্ট হয়ে হতাহতের কারণ খতিয়ে দেখতে পুলিশ ও জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি করেছে।
নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসন ১০ হাজার ও ধর্ম মন্ত্রণালয় ১০ হাজার টাকা করে সহায়তা দেবে বলে জেলা প্রশাসক মুত্তাকীম বিল্লাহ ফারুকি জানিয়েছেন।