কুলাউড়ায় ভেজাল বিরোধী টাস্কফোর্সের অভিযান
প্রকাশিত হয়েছে : ৯ জুলাই ২০১৫, ৯:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভেজাল বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪টি হোটেল ও ১টি মুদি দোকানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুর ২ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ ভেজাল বিরোধী যৌথ এ অভিযান পরিচালনা করে।
টাস্কফোর্স সূত্রে জানা যায়, অপরিছন্নতা, পঁচা-বাসি খাবার সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ও ৫১ ধারায় হাকালুকি রেস্টুরেন্ট থেকে ৫শত টাকা, ইস্টার্ন রেস্টুন্টে থেকে ৫হাজার টাকা, পাকশি রেস্টুরেন্ট থেকে ৩হাজার টাকা, সিকন্দর স্টোর থেকে ২হাজার টাকা, শাহপরান রেস্টুরেন্ট থেকে ৫শত টাকাসহ মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেন টাস্কফোর্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।