সিলেটে মরদেহ গুম করার সময় এক যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৮ জুলাই ২০১৫, ১০:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটে মরদেহ গুম করার সময় মুহিত আলম (৩০) এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ ৮ জুলাই বুধবার বেলা পৌনে ১টার দিকে স্থানীয়দের সহায়তায় শহরতলীর কুমারগাঁও এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে আটক করে।
মুহিত সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
জানা যায়, একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্টো-চ-৫৪-০৫১৬) রক্তাক্ত মরদেহ নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয় এবং ওই যুবককে ধরে জালালাবাদ থানায় সোপর্দ করে।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলমগীর হোসেন বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুহিত চুরি করার সময় ধরা পড়লে যুবকটিকে পিটিয়ে হত্যা করে বলে স্বীকার করেছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।