নারী পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটকের দাবি র্যাবের
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০১৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের ঢাকার উত্তরা থেকে নারী পাচারকারী চক্রের তিনজন নারী সদস্যসহ পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাব দাবি করছে এদের সঙ্গে পাচারের উদ্দেশে নিয়ে আসা নয় জন নারীকেও উদ্ধার করেছে তারা। ঘটনাস্থল থেকে ১৯৫ টি পাসপোর্ট ও আড়াই লক্ষ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়ার এএসপি মারুফ জানান গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা থেকে তাদের আটক করা হয়। র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সম্প্রতি সৌদি আরবে নতুন করে নারী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় এ সুযোগকে কাজে লাগিয়ে বড় ধরনের নারী পাচারের লক্ষ্যে কাজ শুরু করে চক্রটি।