নওগাঁয় সেপটিক ট্যাংকের ‘গ্যাসের ক্রিয়ায়’ ৪ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০১৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নওগাঁ সদর উপজেলায় এক বাড়ির সেপটিক ট্যাংকে নেমে ‘গ্যাসের ক্রিয়ায়’ এক নির্মাণ শ্রমিক ও গৃহকর্তার ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালী গ্রামে তয়েজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নির্মাণ শ্রমিক রতন হোসেনের (৩০) বাড়ি রঘুনাথপুর গ্রামে। অন্যরা হলেন- তয়েজের ছেলে ইমতিয়াজ হোসেন (২১), প্রতিবেশী মো. বাবু (৩২) ও দিলবর হোসেন (৪৫)।
সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, ট্যাংকের ঢালাইয়ের শাটার খুলতে এক শ্রমিক সকালে ভেতরে নামেন। তিনি উঠে না আসায় তাকে উদ্ধারে একে একে বাকিরাও নেমে গ্যাসের ক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
তিনি আরও জানান, ট্যাংক থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।