পদত্যাগ করলেন গ্রিসের অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬ জুলাই ২০১৫, ৪:১২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গণভোটে বিজয়ের পর ইউরোজোনের সঙ্গে গ্রিস সরকারের আলোচনায় গতি আনা এবং সমঝোতার পথ সুগম করতে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস।
সোমবার এক বিবৃতিতে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেছেন, “ইউরোগোষ্ঠীর কিছু অংশগ্রহণকারীকে এবং অন্যান্য সহযোগীদের নিশ্চিত করছি, তাদের বৈঠকে আমি উপস্থিত থাকছি না। ইউরোজোনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্র প্রস্তুতে এটি সহায়ক হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী ।”
ভারুফাকিসের পদত্যাগে ইউরো জোনের সঙ্গে এথেন্সের কোনো সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে বড় ধরনের বাধা অপসারিত হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
স্বঘোষিত ‘ব্যতিক্রমী মার্কসিস্ট’ অর্থনীতিবিদ ভারুফাকিস তার অপ্রচলিত ধরনের কঠোর বক্তব্য-বিবৃতির মাধ্যমে ইউরো জোনের অংশীদারদের বিরাগভাজন হয়েছেন। গণভোটে ‘না’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো ভারুফাকিস গ্রিসের ঋণদাতাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছিলেন।
ঋণ দাতাদের শর্ত প্রত্যাখ্যানের সিদ্ধান্তে গণভোটে ব্যাপক সমর্থন পাওয়ার পর কয়েকদিনের মধ্যেই ইউরোজোনের সঙ্গে ভালো একটি চুক্তি করতে পারবেন বলে গ্রিকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু তার হঠাৎ পদত্যাগে ধারণা পাওয়া যাচ্ছে, ইউরোপীয় নেতাদের সঙ্গে শেষ মুহূর্তে একটি সমঝোতায় আসার চেষ্টায় বামপন্থী প্রধানমন্ত্রী সিপ্রাস দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আছেন।
গ্রিস সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী অর্থমন্ত্রী হওয়ার দৌড়ে আন্তর্জাতিক দাতাদের সঙ্গে গ্রিসের ঋণ আলোচনায় নেতৃত্ব দেওয়া ইউক্লিড সাকালোতস এগিয়ে আছেন।
এপ্রিলে দাতাদের সঙ্গে আলোচনা থেকে ভারুফাকিস সরে দাঁড়ালে নম্র স্বভাবের অর্থনীতিবিদ ও অধ্যাপক সাকালোতস ঋণদাতাদের সঙ্গে আলোচনায় প্রধান ভূমিকা পালন করেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া রাজনৈতিক নেতাদের একটি বৈঠকের পর গ্রিসের পরবর্তী অর্থমন্ত্রীর নাম ঘোষণা করা হবে ।