রশিদপুরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক
প্রকাশিত হয়েছে : ৫ জুলাই ২০১৫, ১১:০২ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের রশিদপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, আখাউড়া-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার রসিদপুর স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ৬টি ট্যাংকার লাইনচ্যুত হলে আজ ভোর ৫টা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। এজন্য ঢাকাগামী কালনি এক্সপ্রেস ও আখাউড়াগামী ড্যামু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। সিলেট থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন ও সিলেট আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেন ড্যামুর যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা ট্রেন কুলাউড়া ও ঢাকা অভিমুখী আন্তনগর জয়ন্তিকা ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়েছে। ফলে রমজানের মাঝেও ট্রেন যাত্রীরা চরম দুর্বোগের মাঝে পড়েছেন।
শমশেরনগরের সহকারী স্টেশন মাস্টার কবির আহমদ আরও জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে লাইনচ্যুত হওয়া তেলের ট্যাংকারগুলোকে উদ্ধার করা হলে আজ বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।