‘অসৌজন্যমূলক আচরণ’র প্রতিবাদে
বড়লেখায় ইউপি চেয়ারম্যান সমর্থকদের সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ৩ জুলাই ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সাথে বৃহ¯পতিবার থানা কমপ্লেক্সে ওসি মনিরুজ্জামানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে চেয়ারম্যান সমর্থকরা রাত ৮টা থেকে কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের দক্ষিণভাগ বাজারে সড়ক অবরোধ করে। এতে কয়েক’শ গাড়ি আটকা পড়ে।
জানা গেছে, নিজ নির্বাচনী এলাকার এক নারীর মামলার সালিশ হিসেবে ওসি মনিরুজ্জামানের আহ্বানে ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন থানায় উপস্থিত হন। একপর্যায়ে চেয়ারম্যানের সাথে ওসির বাকবিত-া হয়। এ ঘটনার প্রতিবাদে চেয়ারম্যান সমর্থকরা রাত ৮টা থেকে কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের দক্ষিণভাগ বাজারে সড়ক অবরোধ করে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি শান্ত করেন।
দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন বলেন, ওসি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি জানার পর প্রতিবাদে আমার নির্বাচনী এলাকার লোকজন সড়ক অবরোধ করে।
এ ব্যাপারে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনকে আমি গালিগালাজ করিনি। গালিগালাজের বিষয়টি ইউপি চেয়ারম্যানের সাজানো।