টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ৩ জুলাই ২০১৫, ৫:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
টাঙ্গাইল শহরের শিবপুর কষ্টাপাড়া এলাকায় বাস ও ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকের এ দুর্ঘটনা ঘটে।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ আসাদ জানান,টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের শিবপুর কষ্টাপাড়া নামকস্থানে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাসের সঙ্গে শহর রাবনা বাইপাস থেকে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডগামী ব্যাটারি চালিত অটোরিক্সার সংর্ঘষ হয়।
তিনি জানান, এতে অটোরিক্সার তিনযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।