ভারতে সড়ক দুর্টনায় নিহত ২১
প্রকাশিত হয়েছে : ২ জুলাই ২০১৫, ৪:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২১জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭জন।
গতকাল ১ জুলাই বুধবার খান্দোয়ার মাখান এলাকার ছুটি ছাগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
খান্দোয়া জেলা পুলিশ সুপার এমএস শিখওয়ার বলেন, রাজ্যের ইন্দোর জেলা শহর থেকে ৩৮ যাত্রী নিয়ে খান্দোয়ার দিকে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।