মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১ জুলাই ২০১৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নতুন কোনো কর আরোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ৬০ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৭৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় পৌর জনমিলন কেন্দ্রে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন।
প্রস্তাবিত বাজেটে আয়ের খাত হিসবে ধরা হয়েছে সরকারি অনুদান (এডিপি) প্রকল্প খাতে ৪ কোটি ২০ লাখ টাকা, পৌর পানি সরবরাহ শাখার আয় ১ কোটি ৩৫ লাখ ১১ হাজার ৯০০ টাকা, হাট-বাজার, অস্থায়ী কুরবানির গরুর বাজার, বেরী লেক, বাসস্ট্যান্ড, খেয়াঘাট, পাবলিক টয়েলেট ও পুকুর ইজারা বাবত ৫৯ লাখ টাকা, পৌরসম্পত্তি ভাড়া খাতে ২৬ লাখ ৩৭ হাজার ৭৯৮ টাকা। ব্যয়ের খাতগুলো হচ্ছে পৌর পানি সরবরাহ খাতে ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার, সামাজিক কার্যক্রম খাতে ব্যয় ৪০ লাখ টাকা, শিক্ষা খাতে ৬০ হাজার, কর আদায় খাতে খরচ ৮ লাখ, ক্ষুদ্রঋণ খাতে ঋণ প্রদান ২৮ লাখ ১৪ হাজার ৮৬০ টাকা, আনুষঙ্গিক অফিস ব্যয় ৫৫ লাখ ২২ হাজার ৫২০ টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র মো. ফয়জুল করিম ময়ূন বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেট অধিবেশনে সদর উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ফজলুল আলী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।