দিনাজপুরে বিজিবির সঙ্গে ‘চোরাকারবারি’দের সংঘর্ষে দুজন নিহত
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৫, ২:২৫ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দিনাজপুরের বিরামপুরে বিজিবির সঙ্গে ‘চোরাকারবারি’দের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন ‘চোরাকারবারি’ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে বিরামপুর রেল স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রেলস্টেশন এলাকার একটি খাবার হোটেলের মালিক শাহীন (২৬) এবং তার কর্মচারী সুলতান (২৩)।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে রেলস্টেশন চত্বরে ভারত থেকে আনা চোরাই শাড়ির একটি চালান আটক করে বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে দুজনের মৃত্যু হয়।